ফ্রি হোস্টিং প্ল্যাটফর্ম: ডেভেলপারদের জন্য সেরা কিছু ফ্রি হোস্টিং সেবা, সীমাবদ্ধতা ও ব্যবহার নির্দেশিকা

বর্তমান যুগে একজন ওয়েব ডেভেলপারের দক্ষতা শুধু কোড লেখাতেই সীমাবদ্ধ নয়। একটি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করে সেটিকে লাইভে এনে অন্যদের দেখানোর সক্ষমতাই একজন প্রকৃত ডেভেলপারের স্বাক্ষর। কিন্তু অনেকেই যাত্রার শুরুতে পেইড হোস্টিং কেনার সক্ষমতা রাখেন না। শিক্ষার্থী, শখের প্রোগ্রামার কিংবা ওপেন সোর্সে কাজ করা ডেভেলপারদের জন্য বিষয়টি আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ফ্রি হোস্টিং প্ল্যাটফর্ম গুলো হয়ে ওঠে একমাত্র ভরসা। এগুলোর মাধ্যমে আপনি অনায়াসে আপনার প্রজেক্ট প্রকাশ করতে পারেন, কোডের রেজাল্ট রিয়েল-টাইমে দেখতে পারেন এবং ক্লায়েন্ট বা ইন্টারভিউতে একটি প্রফেশনাল ইম্প্রেশনও তৈরি করতে পারেন। তবে ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে এর সুবিধা ও সীমাবদ্ধতা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি বুঝতে পারেন কোনটি আপনার প্রয়োজনের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে যাবে। GitHub Pages ওয়েবসাইট: https://pages.github.com GitHub Pages হলো GitHub-এর নিজস্ব ফ্রি হোস্টিং প্ল্যাটফর্ম, যা মূলত স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করার জন্য ব্যবহৃত হয়। এটি এমন এক টুল যা GitHub রিপোজিটরি থেকে সরাসরি ওয়েবসাইট বানিয়ে দিতে পার...